জাতীয়

ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক : ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করে সংগঠনটি। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তাদের দাবি তুলে ধরে বলেন, অবিলম্বে ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালু করতে হবে। বেকার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি করা সহ-কারিগরী শিক্ষাবোর্ড পরিচালিত মেডিক্যাল টেকনোলজি ও ফার্মাসি কোর্স অবিলম্বে বন্ধ করতে হবে। ‘বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিল পরিচালিত মেডিক্যাল টেকনোলজি ও ফার্মাসি কোর্স আগের মতো চার বছর বহাল করতে হবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে বেকার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিলের সনদধারীদের নিয়োগের নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ মানববন্ধনে শতাধিক মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৭/নূর/এসএন