জাতীয়

সাইনবোর্ড লাগাতে গিয়ে মারা গেলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৭) নামের এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ। রাইজিংবিডির ঢামেক হাসপাতাল সংবাদদাতা ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শফিকুল ইসলাম কদমতলি আল কারিম মদিনা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। সোমবার দুপুর ২টার দিকে তিনি মাদ্রাসার একটি সাইনবোর্ড লাগাতে যান। এ সময় বিদ্যুতের তারে সাইনবোর্ড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলামের শরীর পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনলে সোয়া ৩টার দিকে তিনি মারা যান। নিহত শফিকুল ইসলামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৭/মাকসুদ/রফিক