জাতীয়

প্রবাসী কল্যাণমন্ত্রীকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর সর্বোচ্চ সংখ্যক কর্মী প্রেরণের জন্য প্রবাসী কল্যাণমন্ত্রীকে ডিবেট ফর ডেমোক্রেসি সম্মাননা স্মারক প্রদান করেছে। বৃহস্পতিবার ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক জাহিদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ডেইলি স্টার ভবনে ‘অভিবাসন কূটনীতি : সাফল্য, সীমাবদ্ধতা ও করণীয়’  শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এই সম্মাননা স্মারক প্রদান করেন। এ বছর রেকর্ড সংখ্যক ৯ লাখ ৬৪ হাজার কর্মী ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে নুরুল ইসলাম বিএসসি বলেন, এ বছর ১০ লাখ কর্মী পাঠানোর টার্গেট নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। অনলাইন ভিসা চালু, কর্মী প্রেরণে ডিজিটালেইজেশন পদ্ধতির ব্যবস্থা, স্মার্ট কার্ড প্রবর্তনসহ কর্মী প্রেরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তারপরও অভিবাসন ব্যয় কমিয়ে আনাসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। বিদেশে কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ আদায় দুর্নীতি, অনিয়ম, হয়রানি ও প্রতারণা বরদাশত করা হবে না বলে মন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত হুমায়ুন কবির, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে. এম মহসিন, বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা, বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. নুরুল ইসলাম, প্রমুখ।

   

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/হাসিবুল/ইভা