জাতীয়

ধ্বনির আয়োজনে জাবিতে ৪ দিনব্যাপী আবৃত্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক : ‘ধ্বনি হও, শব্দ হও, কবিতার স্বচ্ছ স্বভাবে’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চার দিনব্যাপী ‘আবৃত্তি উৎসব ২০১৭’ আয়োজন করছে আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে ফাল্গুনি তানিয়া এ তথ্য জানান। তিনি জানান, উৎসবের সূচনা হবে আগামী ১৮ ডিসেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে। উৎসবটি চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের প্রথম দিনে থাকছে ঢাকা প্রযোজনায় ‘কথামানবী’। এ দিনে বস্তুবাদী আবৃত্তি তত্ত্বের জনক অধ্যাপক তারিক সালাহ্ উদ্দীন মাহমুদকে সম্মাননা প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ধ্বনির প্রযোজনায় থাকছে ‘কথোপকথন’ এবং ‘দেবদাস’। এ ছাড়া উৎসবের শেষে ২২ ডিসেম্বর ধ্বনির প্রাক্তন ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/হাসান/সাইফুল