জাতীয়

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, মেয়র পদে উপনির্বাচনের সঙ্গে ঢাকায় নতুনভাবে যুক্ত হওয়া উত্তরের ১৮টি ওয়ার্ড, দক্ষিণের ১৮টি ওয়ার্ড ও ১২টি সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। তিনি আরো বলেন, জানুয়ারিতে যে ভোটার তালিকা ঘোষণা করা হবে এবং যারা নতুন ভোটার হবে তারা ভোট দেওয়ার অধিকার পেলেও এ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৭/হাসিবুল ইসলাম/ইভা