জাতীয়

কুমিল্লায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার একটি আদালত। জেলার চৌদ্দগ্রামের জগমোহনপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় আট যাত্রীকে হত্যা মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক জয়নব বেগম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। খালেদা জিয়া ছাড়াও বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় আরো ৫৪ নেতা-কর্মীর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত। তিনি জানান, মঙ্গলবার মামলার শুনানি শেষে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ভোররাতে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ, যার নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০, চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুরে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আগুনে পুড়ে আটজন মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে আট যাত্রী হত্যা মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়। গত বছরের ১৬ নভেম্বর জেলা ডিবির ইন্সপেক্টর ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, অ্যাডভোকেট শাহজাহানসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে খালেদা জিয়াসহ ৫৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার আদালতে শুনানিকালে জামায়াত নেতা অ্যাডভোকেট শাহজাহানসহ বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

       

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৮/এএস