জাতীয়

চতুর্থ দিনের মতো চলছে নন-এমপিও শিক্ষকদের অনশন

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকাল ১০টা থেকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বসে তারা এই কর্মসূচি পালন করছেন। নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ রাইজিংবিডিকে বলেন, ‘আমরা টানা নয় দিন ধরে অনশন করছি। এ পর্যন্ত ৫২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক অধ্যাপক বিনয় ভূষণ অসুস্থ অবস্থায় এখানে অনশন করছেন। গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসে আশ্বাস দিলেও তারা তা গ্রহণ করেননি। এ প্রসঙ্গে রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর  পক্ষ থেকে ঘোষণা এলেই কেবল তারা অনশন ভাঙবেন।’ প্রসঙ্গত, এর আগে গত ২৬ ডিসেম্বর থেকে একই দাবিতে একই স্থানে টানা পাঁচ দিন অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারী।

   

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৮/হাসিবুল/সাইফ