জাতীয়

পঞ্চম দিনের মতো চলছে শিক্ষকদের অনশন

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বসে তারা এই কর্মসূচি পালন করছেন। নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। অনশনের পঞ্চম দিনে প্রায় শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল  কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার অনশনস্থলে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার  সিদ্ধান্ত হয়েছে। তাই তাদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তাদেরকে একইভাবে একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছে। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন। প্রসঙ্গত, এর আগে গত ২৬ ডিসেম্বর থেকে একই দাবিতে একই স্থানে টানা পাঁচ দিন অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারী। রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৮/হাসিবুল/সাইফ