জাতীয়

নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীর দীর্ঘ দিনের সমস্যা জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ‘নোয়াখালী এলাকায় জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’র উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় নোয়াখালীতে জেলা প্রশাসক মাহবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন। দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ৩২৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প উদ্বোধন শেষ হওয়ার পরপরই কবিরহাট উপজেলার ধান শালিক এলাকা থেকে এই প্রকল্পের খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। ২০১৬ সালের ১০ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে। রাইজিংবিডি/নোয়াখালী/৪ জানুয়ারি ২০১৮/মাওলা সুজন/বকুল