জাতীয়

নিশ্চিত না হয়ে ফিরবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক : নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ষষ্ঠ দিনের মতো শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এমপিওভুক্তির বিষয়ে নিশ্চিত না হয়ে বাড়ি ফিরে যাবেন না বলে তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। শিক্ষক নেতারা সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবি করেন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এমপিওভুক্তির বিষয়ে নিশ্চিত না হয়ে বাড়ি ফিরে যাবেন না। ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেন, ‘আমরা এর আগেও আন্দোলনে ঢাকায় এসেছিলাম। শহীদ মিনারে অবস্থান করেছিলাম। আশ্বাস পেয়ে ফিরে গেছি। কিন্তু সে আশ্বাস আজও পূরণ হয়নি। তাই এবার আমরণ অনশনে নেমেছি।’ তিনি বলেন, ‘আর কতদিন এভাবে থাকা যায়? থাকার কষ্ট, খাওয়ার কষ্টের জন্যই আন্দোলনে নেমেছি। আন্দোলনেও কষ্ট। কিন্তু আমাদের কথা সরকার এখনো বিবেচনা করল না।’ দাবি পূরণে সরকারের কাছে আহ্বান জানান তিনি। এদিকে চলমান আমরণ অনশনে ষষ্ঠ দিনে অসুস্থ হয়ে পড়েছেন ছয়জন শিক্ষক। আমরণ অনশনের কারণে অভুক্ত শিক্ষকরা দুর্বল হয়ে পড়ছেন। অসুস্থ শিক্ষকদের স্যালাইন দেওয়া হচ্ছে। টানা অনশনে এ পর্যন্ত মোট ১১৩ জন শিক্ষক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

   

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৮/মামুন খান/সাইফ/এসএন