জাতীয়

বিটিভির মানোন্নয়নে একযোগে কাজ করুন : তারানা হালিম

সচিবালয় প্রতিবেদক : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মানোন্নয়নে কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে। তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে সব সময় প্রস্তুত। সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তারানা হালিম। তিনি বলেন, বর্তমান সরকার দেশ ও মানুষের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। জনকল্যাণ, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়ন কাজগুলো বিটিভিকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এ উন্নয়নের সুফল সম্পর্কে সচেতন হয়। এছাড়া বিটিভিকে দ্রুত ডিজিটালাইজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। এ সময় তথ্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, উপ-মহাপরিচালক (বার্তা) মোহাম্মদ নাসির উদ্দিন, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরৎ কুমার সরকার, প্রধান প্রকৌশলী মো. সোলেমান হক, মহাব্যবস্থাপক মাসুদুল হক, মুখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক