জাতীয়

বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের অনশনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা। বুধবার সকাল থেকেই তারা জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকেন এবং একপর্যায়ে সেখানে অবস্থান নেন। ১২ জানুয়ারির মধ্যে জাতীয়করণের দাবি আদায় না হলে ১৩ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। দাবি আদায়ের আন্দোলনের জন্য শিক্ষকদের পাঁচটি সংগঠনের সমন্বয়ে এই লিয়াঁজো ফোরাম গঠন করা হয়েছে। সেই পাঁচটি সংগঠন হচ্ছে-বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহআলম-জসিম), বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন ও জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ। লিয়াঁজো ফোরামের আহবায়ক মো. আব্দুল খালেক বলেন, ‘আমরা একটা মাত্র দাবি নিয়ে এখানে এসেছি। এর বাইরে আমাদের আর কোন দাবি নেই। আমাদের এক দাবি-বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ তিনি আরো বলেন, ‘১২ জানুয়ারির মধ্যে সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ১৩ জানুয়ারি থেকে আমরা আমরণ অনশনে যাবো।’ অবস্থান কর্মসূচিতে অংশ নিতে বরগুনার বেতাগী থেকে আসা শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, ‘এক দেশে শিক্ষা ব্যবস্থায় দুই নীতি চলতে পারে না। স্বাধীনতার ৪৬ বছর অতিক্রম হলেও আমাদের ভাগ্যের বদল হয়নি। বছর বছর খেজুর গাছের কপাল বদলায় কিন্ত আমাদের বদলায় না। আমরা দাবি রাখবো, প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি বিবেচনা করবেন।’ কয়েকজন শিক্ষক নেতা বলেন, সরকার প্রাথমিকের খুঁটি শক্ত করেছে। প্রাথমিককে জাতীয়করণ করেছে। প্রাথমিকের খুঁটির উপরে মাধ্যমিকের যে খুঁটিটি রয়েছে, সরকার এতো দিনেও সেই খুঁটি শক্ত করার দিকে নজর দেয়নি। মাধ্যমিকের খুঁটির দিকে সরকারের নজর থাকলে আমাদের এই প্রচণ্ড শীতে পরিবার পরিজন ছেড়ে আন্দোলনের মাঠে নামতে হতো না। এই শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন যে, আমরণ অনশনের যাওয়ার আগেই সরকার তাদের মূল্যায়ন করবে, তাদের দাবি মেনে নেবে। লিয়াঁজো ফোরামের আহবায়ক মো. আব্দুল খালেক জানান, সারা দেশে ২৭ হাজারের মত মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ে চার লাখ শিক্ষক কর্মরত। জাতীয়করণের আওতায় না থাকায় তারা সুযোগ সুবিধা বঞ্চিত। ফলে তাদেরকে সংসার চালাতে হিমসিম খেতে হয়। রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/সাওন/শাহনেওয়াজ