জাতীয়

‘১৬ ডিসেম্বর জাতির পিতার অনুপস্থিতিতে বাঙালি মুক্তির স্বাদ পায়নি’

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : ৯ মাস মুক্তিযুদ্ধের পর ’৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও জাতির পিতার অনুপস্থিতিতে বাঙালি জাতি মুক্তির স্বাদ পায়নি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতি মুক্তির স্বাদ পায়। বুধবার জাতীয় সংসদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনির্ধারিত আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন। এ ভাষণে তিনি বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির ডাক দিয়েছিলেন। সে ঘোষণা অনুযায়ী বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এবং মুক্তি ছিনিয়ে এনেছিলেন। তোফায়েল আহমেদ বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের সে ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ মূল্যবান দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিকে গৌরবান্বিত করেছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও জাতির পিতার অনুপস্থিতিতে বাঙালি জাতি মুক্তির স্বাদ পায়নি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতি মুক্তির স্বাদ পায়। রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/হাসান/রফিক