জাতীয়

বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা জাতীয়করণে এক দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক সংগঠন জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়জোঁ ফোরাম। শনিবার সকাল ১০টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন, জাতীয় শিক্ষক পরিষদ বাংলাদেশ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম) এ পাঁচটি সংগঠন  যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত দাবি পূরণের আহ্বান জানান। অবস্থান কর্মসূচিতে জোটের আহ্বায়ক মো. আব্দুল খালেক, উপদেষ্টা রফিকুল ইসলাম, আবুল বাসার হালদার, নজরুল ইসলাম রনি উপস্থিত আছেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/মেহেদী/এসএন