জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে ১৮ লাখ কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, সারা দেশে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে ১৮ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য  মোতাহার হোসেনের (লালমনিরহাট-১) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  কম্বলের মান নিয়ে সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।  শীতার্ত মানুষের মাঝে যে কম্বল বিতরণ করা হয়েছে সেটা  নিম্ন আয়ের দেশের লোকের কম্বল। কাজেই আগামীতে একটু ভালো এবং বেশি কম্বল দেওয়া যায় কি না, তা বিবেচনা করবেন? জবাবে মন্ত্রী বলেন, আপনি যথার্থ বলেছেন। এবার যে শীত পড়েছে তা গত ৫০ বছরে পড়েনি। তবে সরকার বসে নেই। ইতিমধ্যে সারা দেশে আরো ৯৮ হাজার পিস কম্বল পাঠানো হয়েছে। এছাড়া বাচ্চাদের জন্য ৮০ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। শীতার্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক