জাতীয়

আজ থেকে মাঠে থাকছেন নির্বাহী হাকিম

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে আজ থেকে ঢাকার দুই সিটিতে নির্বাহী হাকিম মাঠে থাকবেন। মঙ্গলবার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঢাকা উত্তর সিটিতে আচরণবিধি প্রতিপালনে ১২ নির্বাহী হাকিম নিয়োজিত থাকবেন; দক্ষিণে থাকবেন  ছয়জন। সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে বড় দল, ছোট দল বিবেচ্য নয়; সবাই প্রার্থী সবাইকে সমান চোখে দেখব। আচরণবিধি লঙ্ঘন করা থেকে বিরত থাকুন, বিধি লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইসির দেওয়া তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই বাছাইয়ের শেষ তারিখ ২১-২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি। আর ভোট গ্রহণ ২৬ ফেব্রুয়ারি। রাইজিংবিডি/ ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/হাসিবুল/ইভা