জাতীয়

আমরণ অনশন অব্যাহত, অসুস্থ ৮৫ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে সপ্তম দিনের মতো আমরণ অনশন করছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। রোববার বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতা রফিকুল ইসলাম রাইজিংবিডিকে জানান, তারা সপ্তম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। এছাড়া আন্দোলনের অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। ‘এখন পর্যন্ত প্রায় ৮৫ জনের মতো শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি প্রধানমন্ত্রী শিগগিরই আমাদের দাবি মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেবেন।’ শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের গত ১০ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন এসব শিক্ষকেরা। ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে গেছেন তারা। রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/নূর/সাইফ