জাতীয়

ইয়াবা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : ইয়াবার মতো নেশার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিবৃতি দাবি করেছেন বিরোধী দলের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। কাজী ফিরোজ রশীদ বলেন, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বাজেটের দ্বিগুণ মূল্যের ইয়াবা প্রতিবছর দেশে আসে। বিজিবি, পুলিশ নানাভাবে চেষ্টা করছে। তারপরও ইয়াবা আসা থামছে না। ইয়াবার আগ্রাসনে মানবিক ও সামাজিক বিপর্যয় দেখা দিচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মারাত্মক ব্যাধির মতো ঢুকে গেছে। সম্প্রতি রাজধানীতে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করার জেরে এক ব্যক্তির মৃত্যুর কথা তুলে ধরে কাজী ফিরোজ রশীদ বলেন, ওই যুবকরা নেশায় আসক্ত। নেশার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি আরো বলেন, নেশায় আশক্ত যুবকরা বিভিন্ন সময় ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যায়। তারা নেশার টাকা জোগার করার জন্য এসব শিশুদের বাবা-মায়ের কাছে অর্থ চায়। অনেক সময় অর্থ পায় না, আবার শিশুটিও কান্নাকাটিও করে। পরে মেরে ফেলে। সম্প্রতি চট্টগ্রামে এক স্কুল ছাত্রকে হত্যার বিষয়টি তুলে ধরে কাজী ফিরোজ রশীদ  বলেন, এর ভেতরেও নেশার বিষয়টি রয়েছে। কিশোর-যুবকরা ইয়াবার নেশায় আক্রান্ত হয়ে এমন সব কাজ করছে। রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক