জাতীয়

যুবসমাজকে জনশক্তিতে রূপান্তরে বিভিন্ন কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত আট বছরে ২১ লাখ ৮ হাজার ৩৯৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৭৬ হাজার ৪৯৬ জনকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা হয়েছে। সোমবারর জাতীয় সংসদের দশম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনারের (ঝিনাইদহ-৪) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, সরকার দেশের যুবসমাজকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের চাহিদা মোতাবেক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে মোট ৭৭টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, জাতীয় উন্নয়নে শিক্ষিত বেকার যুবসমাজকে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ২০০৯-১০ অর্থবছর থেকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ কর্মসূচির আওতায় ২৪ থেকে ৩৫ বছর বয়সী এবং উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাকে ১০টি সুনির্দিষ্ট মডিউলে তিন মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার (কুমিল্লা-১)  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুটবল খেলার মান  উন্নয়ন ও বিশ্ব  র‌্যাংকিংয়ে উন্নতি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। মাঠপর্যায় থেকে মেধাবী খেলোয়াড়দের বাছাই ও নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৮/আসাদ/মুশফিক