জাতীয়

ব্যাংকিং খাতে দুর্নীতি রোধে সরকার তৎপর

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতে দুর্নীতি ও দেউলিয়াপনার বিষয়ে আমরা বসে নেই, সরকার তৎপর রয়েছে। তবে এ বিষয়ে আমাদের আরো যত্নবান হতে হবে। কেননা, ব্যাংকিং খাত উন্নয়নের শরিক। এ বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদের দশম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির সংসদ সদস্যদের বক্তব্যের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ব্যাংক লুটপাটের বিষয়টি এর আগেও হয়েছে। আমাদের সরকার এ বিষয়ে আরো সতর্ক হয়েছে। এর ফলে আমাদের উন্নয়ন কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের সব সূচকে আমরা এগিয়ে আছি। আমরা খুব দ্রুত উন্নয়নশীল দেশে প্রবেশ করব। এ বিষয়ে তিনটি ক্রাইটেরিয়ায় শর্ত পূরণে সমর্থ হয়েছি। আমাদের মাথাপিছু আয় গড়ে ১২৮০-১২৯০ ডলারসহ আরো দুটি সূচকে অনেক এগিয়ে। আমরা আর দরিদ্র দেশ নই। রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/আসাদ/মুশফিক