জাতীয়

এক শ্রেণির মানুষ উন্নয়ন চোখে দেখে না

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেণির মানুষ আছে যারা দেশের উন্নয়ন চোখে দেখে না। এরা চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির। বুধবার জাতীয় সংসদের দশম অধিবেশনে  প্রশ্নোত্তর পর্বে  সংসদ সদস্য ফখরুল ইমামের (ময়মনসিংহ-৮) এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, তাদের মাথায় একটা চিন্তাই থাকে- দেশে যদি অস্বাভাবিক সরকার থাকে, অসংবিধানিক সরকার যদি আসে তারা মনে করে তাদের একটু গুরুত্ব বাড়ে। কারণ তাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আছে। পতাকা পাওয়ার ইচ্ছা আছে। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করে।  তিনি আরো বলেন, সবাইকে নিয়েই চলতে চাই। তবে একটা কথা আছে। কবি বলেছেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল, একলা চলরে...।’ একবার নয় বারবার বলেছেন একলা চল, একলা চল, একলা চলরে...। প্রধানমন্ত্রী বলেন, গাড়ি একজনই চালায়, তবে সঠিকভাবে চালাতে হবে। আর যদি সঠিকভাবে না চালাতে পারে তাহলে কিন্তু মাঝখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেশটা আমাদের, দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। তৃণমূল মানুষের কাছে পৌঁছায়- সেটাই আমরা চাই। সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৮/আসাদ/মুশফিক