জাতীয়

কথাসাহিত্যিক শওকত আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলী আর নেই।  বৃহস্পতিবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, কিডনি জটিলতা ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন।  পরে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি। ‘নতুন সাহিত্য’ পত্রিকায় লেখালেখি করেন শওকত আলী।  এ ছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়।  কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯০ সালে একুশে পদক পান।  এ ছাড়া বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার পান। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে-পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃতজন, অপেক্ষা, গন্তব্যে অতঃপর, উত্তরের খেপ, অবশেষে প্রপাত, জননী ও জাতিকা, জোড় বিজোড়।  বেশ কয়েকটি গল্পগ্রন্থ সম্পাদনা করেছেন তিনি।  সেগুলো হলো-উন্মুল বাসনা, লেলিহান সাধ, শুন হে লখিন্দর, বাবা আপনে যান। আরো পড়ুন :                  

রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৮/সাইফ/ইভা