জাতীয়

অনাথ শিশুদের ডিএসসিসি মেয়রের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : অনাথ শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র  (শাল) বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার পুরান ঢাকার পাটুয়াটুলিতে ব্রাহ্মসমাজ  অনাথ আশ্রমের শতাধিক শিশু-কিশোরদের মাঝে শাল বিতরণ করেন তিনি। রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।  এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী, ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসসহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও ব্রাহ্মসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বন্ধসহ বিভিন্ন সংস্কার কাজের বর্ণনা তুলে ধরে মেয়র সাঈদ খোকন বলেন, উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সঙ্গে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এসব মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে পারলেই সামাজিক শান্তি, স্বস্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। এর অভাবে সমাজে হতাশার ছাপ পড়ে ফলে তরুণ সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের সহায়তা কামনা করেন। রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৮/আসাদ/মুশফিক