জাতীয়

দেশে মাংস উৎপাদন সাড়ে ৭১ লাখ মেট্রিক টন

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবছরে দেশে মাংসের চাহিদা ছিল ৭১ লাখ ৩৫ হাজার মেট্রিক টন। মাংস উৎপাদিত হয়েছে ৭১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন। বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য ইসরাফিল আলমের (নওগাঁ-৬) এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে দুধের চাহিদা ছিল ১ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। দুধ উৎপাদিত হয়েছে ৯২ লাখ ৮৩ হাজার মেট্রিক টন। অপর প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশে গরু-মহিষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাশের দেশ থেকে গবাদি পশু আনার প্রবণতা বন্ধ করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়মিত বৈঠক হচ্ছে। সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের (যশোর-২) প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে যশোর জেলার চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় সরকারি কোনো মৎস্য হ্যাচারি নেই। তবে যশোর জেলাতে বেসরকারি পর্যায়ে ৪০টি মৎস্য হ্যাচারি আছে, যেখানে ৬২ মেট্রিক টন কার্প জাতীয় মাছের রেণু উৎপাদিত হয়। রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৮/আসাদ/রফিক