জাতীয়

৮ ফেব্রুয়ারি ঢাকায় গণপরিবহন চলবে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকায় গণপরিবহন চলাচলের বিষয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। তবে পরিবহণ মালিকরা বলছেন, যেকোনো পরিস্থিতিতে তারা ঢাকার সড়কে গণপরিবহন নামাবেন। বাস মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকায় বাস নামানোর বিষয়ে বুধবার তারা একটি বৈঠকে বসেছিলেন। ঘরোয়াভাবে হওয়া ওই বৈঠকে বৃহস্পতিবার বাস চালাতে শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সব বিষয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিবহন শ্রমিক জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে কোনো অরাজকতা সৃষ্টি হলে তারা যেন তা প্রতিরোধ করার চেষ্টা করেন সে বিষয়ে মালিকদের পক্ষ থেকে তাদের বলে দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বাস বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক খন্দাকার এনায়েতুল্লাহ বলেন, ‘ঢাকায় বাস চলবে। বাস বন্ধ রাখা হচ্ছে না। তবে খালেদার রায়কে কেন্দ্র করে কোনো প্রকার বাধা আসলে সে ব্যাপারে সতর্ক থাকবে পরিবহণের শ্রমিকরা।’ খালেদার রায়কে কেন্দ্র করে পরিবহণ সেক্টরে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে না বলেও জানিয়েছেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন বলেন, ‘সব ধরনের যানবাহনই ঢাকায় প্রবেশ করছে এবং বাহির হচ্ছে। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যানবাহন চলাচলে এখনো কোনো নিষেধাজ্ঞা আসেনি। আগামীকালও সব কিছু স্বাভাবিকভাবে চলবে।’ রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/নূর/সাইফুল