জাতীয়

শিশুপ্রহরে আজ সংগীত প্রতিযোগিতা

সাংস্কৃতিক প্রতিবেদক : শনিবার অমর একুশে গ্রন্থমেলার দশম দিন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। শিশুপ্রহর উপলক্ষে মেলায় রয়েছে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন চন্দনা মজুমদার, ইয়াকুব আলী খান ও সাগরিকা জামালী। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এদিকে সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আঞ্জুমান আরা, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও মোবারক হোসেন। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে “রবি গুহ/ মুনীর চৌধুরী/সরদার ফজলুল করিম” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক ও এম এম আকাশ। আলোচনায় অংশ নেবেন বেগম আকতার কামাল, অজয় দাশগুপ্ত, পিয়াস মজিদ ও অলকানন্দা গুহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সন্‌জীদা খাতুন। সবশেষে সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

   

রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৮/অহ/এসএন