জাতীয়

১৫৪ পণ্যে সিএম সনদ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অর্ডিন্যান্স, ১৯৮৫ এর ২৪ ধারার ক্ষমতাবলে জনস্বাস্থ্য ও জননিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন সময়ে এসআরও জারির মাধ্যমে এ যাবৎ ১৫৪টি পণ্যে বিএসটিআই থেকে পরীক্ষাপূর্বক সিএম (সার্টিফিকেশন মার্কস) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। রোববার জাতীয় সংসদে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, কেউ যদি সনদ ছাড়া অবৈধভাবে পণ্য বিক্রয় ও বিতরণ করে তা হলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক মামলা/অর্থদণ্ড/কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। বিএসটিআই (সংশোধিত) আইন-২০০৩ এ এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা অথবা ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া অবৈধভাবে উৎপাদনকৃত ও বাজারজাতকৃত ওই সকল পণ্য জব্দ বা বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার ভোক্তা সাধারণের মাঝে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআইকে শক্তিশালী ও এর ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অত্যাধুনিক ল্যাব স্থাপনের সাথে সাথে জেলা পর্যায়ে বিএসটিআইর কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে আইন ভঙ্গকারী বা ভেজালকারীদের শাস্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিএসটিআইর সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে অত্যাধুনিক কেমিক্যাল মেট্রোলজি ল্যাব স্থাপন, ভারতীয় অর্থায়নে খাদ্যদ্রব্য, স্বর্ণ, সিমেন্ট ও ইট পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন ও যন্ত্রপাতি কেনা হয়েছে। চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক অফিসের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। এসব উদ্যোগ ছাড়া আরো চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে বিএসটিআইর কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা সম্ভব হবে। ফলে দেশে ব্যবহৃত গাড়ির টায়ার-টিউব, এলপিজি সিলিন্ডার ও নিরাপত্তার জন্য ব্যবহৃত হেলমেটের মান ও সক্ষমতা যাচাই করা সম্ভব হবে। এছাড়া পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য পরীক্ষার জন্য একটি আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি প্রতিষ্ঠার পাশাপাশি এর সক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/রফিক