জাতীয়

মেডিয়েশনের বিশেষ কর্মশালা উদ্বোধন করবেন ড. মিজান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি দ্বিতীয় ধাপের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান। আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজধানীর হোটেল পূর্বানীর কনফারেন্স লাউঞ্জে তিনি এ কর্মশালার উদ্বোধন করবেন। ২০ জন ডেলিগেটের অংশগ্রহণে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী দ্বিতীয় ধাপের এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী জানান, ‘ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন’ শীর্ষক এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন চাটার্ড ইনস্টিটিউট অব আরবিট্রেটর্সের (ইউকে) কোর্স ডিরেক্টর মি. ইনবাভিজান,  আন্তর্জাতিক মেডিয়েটর কে এস শর্মা ও  অ্যাক্রিডিটেড মেডিয়েটর ইরাম মজিদ। সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন বার থেকে ২০ জন ডেলিগেট এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। এর আগে গত ২০-২১ ডিসেম্বর প্রথম পর্বে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষে ২৮ জন আইনজীবীকে ‘অ্যাক্রিডিটেড মেডিয়েটর’ সনদ দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি। সম্প্রীতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্ধুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি কাজ করছে। রাইজিংবিডি/ঢাকা/ ১২ ফেব্রুয়ারি ২০১৮/মেহেদী/ইভা