জাতীয়

নিকেতনে ভবনের অবৈধ ব্যবহার বন্ধে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিকেতনে আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার নিকেতন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটটি আবাসিক ভবনের পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের কারণে তিনটি রেস্টুরেন্ট, দুটি গোডাউন, একটি বিউটি পার্লার, পাঁচটি দোকান ও অনুমোদনহীন একটি ভবনের আংশিক উচ্ছেদ ও সিলগালা করে বন্ধ করা হয় এবং মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এই প্রতিষ্ঠানগুলোর ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্ন করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে রাজউক এর অঞ্চল-৪ (গুলশান, মহাখালী, পূর্বাচল) এর পরিচালক খন্দকার অলিউর রহমান, সহকারী অথরাইজড অফিসার মাকিদ এহসান, প্রধান ইমারত পরিদর্শক আবু হানিফ সরকার, ইমারত পরিদর্শক সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে। রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/হাসান/সাইফুল