জাতীয়

সংসদেও বসন্তের হাওয়া

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : ঋতুরাজ বসন্তের প্রথম দিনে সংসদেও বইছে বসন্তের হাওয়া। সংসদ সদস্যদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে অধিবেশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করতে দেখা যায়। বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি পরে অধিবেশনে যোগ দেন হুইপ ইকবালুর রহিম,  মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সিমিন  হোসেন রিমি, ফজিলাতুন নেসা বাপ্পি, নাসিমা ফেরদৌস, জাতীয় পার্টির রওশন আরা মান্নান প্রমুখ। সংসদের অনেক কর্মকর্তাকেও দেখা গেছে বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি পরে এসেছেন। জাতীয় সংসদের অতিরিক্ত সচিব (এইচআর)) ফরিদা পারভিন বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীরা বাসন্তী রঙের   পোশাক পরে এসেছেন। কোনো নির্দেশ ছিল না।  যে যার মতো করে শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি পরে এসেছেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/রফিক