জাতীয়

বুড়িগঙ্গায় যমুনার পানি আসবে ২০২০ সালে

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘বুড়িগঙ্গাকে বাঁচাতে শুষ্ক মৌসুমে যমুনা থেকে পানি আনার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এ খাতে ব্যয় হচ্ছে ১ হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা। আগামী ২০২০ সালের জুন নাগাদ এ কাজ শেষ হবে।’ বুধবার জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিগত সাড়ে আট বছরে পানিসম্পদ খাতে প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১১৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। চলতি অর্থবছরে আরো ২১টি প্রকল্প শেষ হবে।’ অপর এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বুড়িগঙ্গা পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় নিউ ধলেশ্বরী, পুংলী, বংশাই ও তুরাগ নদী খননের মাধ্যমে যমুনা নদী থেকে শুষ্ক মৌসুমে ২৪৫ কিউসেক পানিপ্রবাহ নিয়ে বুড়িগঙ্গা নদীতে  ১৪১  কিউসেক পানিপ্রবাহ বৃদ্ধি করা হবে। এর ফলে শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা নদীর প্রবাহ ও নাব্যতা বৃদ্ধি পাবে এবং পানির দূষণের মাত্রা হ্রাস পাবে।’ কুমিল্লা-১ আসনের মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার  এক প্রশ্নের জবাবে  আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘দেশের পানিসম্পদের সার্বিক উন্নয়ন, যথাযথ ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বর্তমান সরকার পরিকল্পনা ও ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি বন্যা পূর্বাভাস, সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ, নদী ভাঙন রোধ ও নদ-নদীর নাব্যতা রক্ষা, উপকূলীয় বাঁধ নির্মাণ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণ এবং হাওড়-বাওড়ের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল