জাতীয়

অনুমতি ছাড়া শহীদ কাদরীর বই প্রকাশ-বিক্রি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : পরিবারের অনুমতি ছাড়া একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কবি শহীদ কাদরী রচিত বই প্রকাশ ও বিক্রি বন্ধের দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নবযুগ প্রকাশনী প্রকাশ করে 'শহীদ কাদরীর কবিতা সমগ্র'। সেপ্টেম্বরে প্রথমা প্রকাশনী প্রকাশ করে 'গোধূলির গান' এবং বেঙ্গল পাবলিশার্স প্রকাশ করে 'একটি আঙটির মত তোমাকে পরেছি স্বদেশ'। এই তিন প্রকাশকের কেউই শহীদ কাদরীর একমাত্র সন্তান আদনান কাদরীর সঙ্গে যোগাযোগ করেনি এবং তার অনুমতিও নেয়নি। ফেসবুকে এ নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে। দেশের বহু পত্রিকা ও অনলাইন মিডিয়ায় এ বিষয়ে প্রতিবাদ প্রকাশ করা হয়েছে। এত কিছুর পরও বাংলা একাডেমি কর্তৃপক্ষের অগোচরে প্রকাশকরা বইগুলো অবৈধভাবে বিক্রি করছে। ইতোমধ্যে বেঙ্গল পাবলিশার্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাছাড়া বিষয়টি নিয়ে তিনটি প্রতিবাদী সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে বলেও জানান বক্তারা। প্রসঙ্গত, বাংলা কবিতায় অবদানের জন্য শহীদ কাদরী ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন। তিনি ২০১৬ সালের ২৮ আগস্ট নিউইয়র্কে মারা যান। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/নাসির/রফিক