জাতীয়

দেশে ২ লাখ ৫০ হাজার মসজিদ

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ‘ইসলামি ফাউন্ডেশনের মসজিদ জরিপ-২০০৮ অনুযায়ী সারা দেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি।’ সোমবার জাতীয় সংসদে খুলনা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ধর্মমন্ত্রী বলেন, ‘ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি অর্থবছরে নির্ধারিত আবেদন ফরমের ভিত্তিতে বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে মসজিদের অনুদান মঞ্জুর করা হয়। এর অংশ হিসেবে ২০১৫-১৬ অর্থবছরে ৫ হাজার ৩৫৬টির অনুকূলে ১১ কোটি ২১ লাখ ৬০ হাজার, ২০১৬-১৭ অর্থবছরে ৫ হাজার ৩৯৯ মসজিদের জন্য ১১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।’ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের প্রতিটি জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সরকারিভাবে নিদিষ্ট পরিমাণে ভাতা প্রদানের পরিকল্পনা আপাতত নেই।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল