জাতীয়

জ্যেষ্ঠ সহকারী সচিব হলেন ১৭৫ কর্মকর্তা

সচিবালয় প্রতিবেদক : বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা সবাই সহকারী সচিব থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব হয়েছেন। সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে কর্মকর্তাদের পদোন্নতির কথা জানানো হয়। শিক্ষাজনিত ছুটি থাকা ১০ কর্মকর্তার পদোন্নতির কথা আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়। পদোন্নতি পাওয়াদের বেশিরভাগই ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। কিছু আছেন ৩০তম বিসিএসের। এদিকে, আলাদা দুটি প্রজ্ঞাপনে চারজন উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে। এরা হচ্ছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ে মোহাম্মদ সাজ্জাদ-আল-হাসান, তথ্য মন্ত্রণালয়ে বেগম মোরশেদা আক্তার, মন্ত্রিপরিষদ বিভাগে মো. জাহাঙ্গীর হোসেন এবং নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এম মুজিবুর রহমানকে উপসচিব পদমর্যাদায় একই জেলার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/হাসান/রফিক