জাতীয়

বিজিবির মহাপরিচালককে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। সেনাবাহিনীর এ কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করে আদেশ জারি করা হয়। তবে নতুন কোনো মহাপরিচালককে এখনো নিয়োগ দেওয়া হয়নি। উল্লেখ্য, ২০১৬ সালের ২ নভেম্বর আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৮/মাকসুদ/ইভা