জাতীয়

বেতন দাবিতে অবস্থান কর্মসূচি পৌরকর্মীদের

নিজস্ব প্রতিবেদক : পৌরসভার সব ধরনের  সেবা বন্ধ রে‌খে রাষ্ট্রীয় কোষাগার থে‌কে পেনশনসহ বেতনের দা‌বি‌তে আন্দোলন কর্মসূ‌চি পালন কর‌ছে বাংলা‌দেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, বাংলা‌দে‌শের ৩২৭টি পৌরসভায় ৩২ হাজার ৫০০ কর্মচা‌রী দিনরাত পরিশ্রম করে  দেশের উন্নয়নে কাজ করছেন। অথচ দে‌শের ২২৬টি পৌরসভায় ২ থে‌কে ৫৮ মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া থাকায় পৌরসভার কর্মকতা কর্মচারীরা মান‌বেতর জীবনযাপন করছেন। তারা বলেন, ‘আমরা সামা‌জিক মর্যাদা পাই না। এ‌ বিষয় গত তিন বছর ধরে আমরা কর্তৃপক্ষকে আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই যতক্ষণ আমাদের দাবি মানা হবে না ততক্ষণ আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’ এদিলে বেলা সাড়ে ১১টার দিকে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ’ ব্যানারে ওই সংগঠনটি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দিতে যায় বাংলাদেশ পৌরসভা সা‌র্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা। বাক-বিতণ্ডার একপর্যায়ে  মানববন্ধনকারীদের ব্যানার ছিনিয়ে নেওয়া তারা। খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি শাহজাহান কামালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, লেবার পার্টির মহাসচিব হামিদুল্লাহ আল মেহেদী প্রমুখ। রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৮/নাসির/সাইফ