জাতীয়

অর্ধেকেরও বেশি ঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন, আগুনে ইলিয়াছ আলী মোল্লা বস্তির অর্ধেকেরও বেশি ঘর পুড়ে গেছে। সোমবার ভোরে রাজধানীর মিরপুর-১২ নম্বরের এমপি ইলিয়াস মোল্লা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন শেষে শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, বস্তিটিতে ৮ হাজারের বেশি ঘর রয়েছে। ধারণা করা যাচ্ছে, ৫০ থেকে ৬০ শতাংশ ঘর পুড়ে গেছে। বেশি ঘর পুড়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, এখানে আগুন লাগে রাত সাড়ে ৩টার দিকে। কিন্তু আমাদের খবর দেওয়া হয় ৪টার পর। কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে আরো কিছু সময় তো লাগেই। এর মধ্যে আগুন পুরোপুরি ছড়িয়ে যায়। তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে যদি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। আরো অনেক আগে আগুন নিয়ন্ত্রণে আনা যেত।  তিনি জানান, এখন পর্যন্ত আগুনে দগ্ধ এক নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হতাহতের আর কোনো খবর তারা পাননি। এদিকে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা অগ্নিকাণ্ডের পর বস্তি পরিদর্শন করেছেন। রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/নূর/এসএন