জাতীয়

ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বুধবার প্রতিষ্ঠানটি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে। নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক কর্মকর্তা জানান। রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা এয়ারলাইনসের কার্যালয়ে জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক (জিএম) কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ রাখলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে। এ রুটে বিমান চলবে কি না, তা পরে জানানো হবে।’ উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ইউএস-বাংলার একটি বিমান অবতরণকালে বিধ্বস্ত হয়। বিমানটিতে চারজন ক্রু ও ৬৭ যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৫১ জন নিহত হন। রাইাজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/মাকসুদ/সাইফুল