জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনা আন্তর্জাতিক সম্মেলন ১৫-১৭ মে ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ১৫-১৭ মে রাজধানী ঢাকায় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গব্‌ন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক এই সম্মেলন সফল করার লক্ষ্যে রোববার দুপুরে প্রস্তুতি কমিটির অগ্রগতি সভা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ত্রাণমন্ত্রী বলেন, ‘দুর্যোগে প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। তাদের প্রতি বিশ্বের দৃষ্টি ফেরাতে এবং প্রতিবন্ধীদের নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ও আচরণের প্ররিবর্তন ঘটাতে ২০১৫ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রীর পরামর্শে ও প্রধানমন্ত্রী তনয়া সায়মা হোসেনের অনুপ্রেরণায় রাজধানী ঢাকায় তিন দিনের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে দেশ- বিদেশের ২ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করছি।’ সভায় জানানো হয়, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ৩৮ আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রিত বিদেশি অতিথিদের জন্য আগমনোত্তর ভিসা, আবাসন, যোগাযোগ, নিরাপত্তা ইত্যাদি নিশ্চিতে কাজ চলছে। সম্মেলনের সকল কার্যাবলী ডকুমেন্টেশন করার জন্য আলাদা কমিটি কাজ করছে। বিশেষত সম্মেলনে প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা, যোগাযোগ ইত্যাদির ওপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়। সম্মেলনের জন্য ওয়েবসাইট ও সদরদপ্তর খোলা হয়েছে। যে কেউ এ সম্মেলনে রেজিস্টেশন করে অংশগ্রহণ করতে পারবেন। রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/নঈমুদ্দীন/সাইফুল