জাতীয়

নেপালে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জানাজায় ইমামতি করেন সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মাহমুদুল হক। এর আগে বিমানবন্দর থেকে কফিনগুলো আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে জানাজায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, রাষ্ট্রপতির পক্ষে কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর পক্ষে ওবায়দুল কাদের এবং জাতীয় সংসদের স্পিকারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। জানাজা শেষে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/মাকসুদ/সাইফুল