জাতীয়

কাজ শুরু করেছেন এলজিআরডি সচিব জাফর আহমেদ খান

সচিবালয় প্রতিবেদক : কাজ শুরু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব ড. জাফর আহমেদ খান। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে কাজ শুরু করেন  তিনি। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের সচিবের পদ থেক আবদুল মালেককে বদলি করে তাকে তথ্য মন্ত্রণালয় দেওয়া হয়। জাফর আহমেদ খানকে পানি সম্পদ মন্ত্রণালয় হতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে তার বদলির আদেশ হয়। ড. জাফর আহমেদ খান বিসিএস প্রশাসন ১৯৮২ ব্যাচের একজন কর্মকর্তা। ইতিপূর্বে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রবাসীকল্যাণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী অফিসার (নওগাঁ), অতিরিক্ত জেলা প্রশাসক (চাঁপাইনবাবগঞ্জ), সিনিয়র সহকারী সচিব (শিল্প মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়), জেলা প্রশাসক (রাঙ্গামাটি), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ঢাকা), বিভাগীয় কমিশনার (সিলেট) এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনের প্রথম দিকে (১৯৮৮-৯১) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ দূতাবাসে দ্বিতীয় সচিব-এর দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির প্রশিক্ষক ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞান বিষয়ে  স্মাতক (সম্মান) ও স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে মাস্টার্স এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা। রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৮/আসাদ/হাসান/সাইফ