জাতীয়

কবির হোসেনকে সিঙ্গাপুর নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। শনিবার বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কবির হোসেনের পরিবারের অনুরোধে তাকে আগামীকাল সিঙ্গাপুরে পাঠানো হতে পারে। এর আগে শুক্রবার রাতে কবির হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মাদারীপুরের শিবচর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত মোসলেম আলী মাতব্বরের ছেলে কবির হোসেন। রাজধানীর উত্তরখানের কুনিপাড়া এলাকায় তার নিজের বাড়ি রয়েছে। সেখানেই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে  নিয়ে তার বাস। গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এরপর সেখান থেকে ১০ বাংলাদেশিকে আহত অবস্থায় উদ্ধার করে কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার কবিরকে দেশে এনে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/নূর/ইভা