জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলার জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক : আকাশে ওড়ার ৩০ মিনিট পর মালয়েশিয়াগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, কুয়ালালামপুর যাওয়ার জন্য একটি ফ্লাইট শাহজালাল থেকে রওনা দেয়। আকাশে ১৫ মিনিট ওড়ার পর মনিটরে একটা সিগন্যাল আসে। টেকনিক্যাল সমস্যার জন্য ক্যাপ্টেন শাহজালালে জরুরি অবতরণ করান ফ্লাইটটিকে। ওই ফ্লাইটটি কুয়ালালামপুর যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত ফ্লাইটটি কুয়ালালামপুর যাবে। কারণ অবতরণের পর চেক করে দেখা যায়, ইঞ্জিনে কোনো সমস্যা নেই। বিকেলে কুয়ালালামপুরে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বেসরকারি এই বিমান সংস্থার একটি বিমান নেপালে বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৮/হাসান/ইভা