জাতীয়

লর্ড কার্লাইলকে নিয়োগের বিষয়টি দুঃখজনক

সচিবালয় প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে লর্ড কার্লাইলকে নিয়োগের বিষয়টি দুঃখজনক। রোববার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ৯ দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই বৈঠকে ১১ দেশের রাষ্ট্রদূত আসার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৯ দূতাবাসের প্রতিনিধি। দেশগুলো হলো- জার্মানি, সুইডেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, কানাডা, ফ্রান্স, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।  আইনমন্ত্রী বলেন, ওনারা (বিএনপি) বাইরের কোনো আইনজীবীর পরামর্শ নিতেই পারেন। কিন্তু আমরা যা শুনেছি, আমাদের কাছে যা তথ্য আছে, লর্ড কার্লাইল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন। তিনি জামায়াত নেতাদের সহায়তা করেছেন। তাকে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকলে তাহলে সেটা দুঃখজনক। 

   

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৮/আসাদ/রফিক