জাতীয়

না ফেরার দেশে হাফিজ, দীপ্ত

মেডিক্যাল প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী হাফিজুর রহমান হাফিজ (২৩) ও দীপ্ত সরকার (২৩) মারা গেছেন।  এ নিয়ে এ ঘটনায় কুয়েটের চার শিক্ষার্থীই মারা গেলেন। বৃহস্পতিবার রাত ১টা ২০মিনিটে হাফিজ ও শুক্রবার সকাল ৯টার দিকে দীপ্ত সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাফিজের ৫৪ শতাংশ ও দীপ্ত সরকারের ৫৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। নওগাঁ জেলায় হাফিজের বাড়ি। তার বাবার নাম বিল্লাল হোসেন। দীপ্ত সরকারের বাড়ি মাগুরা জেলায়। এর আগে বিস্ফোরণের ঘটনায় আহত শাহীন মিয়া (২৪) বুধবার রাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ৮৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল। গত ২৪ মার্চ মধ্য রাতে ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি ছয়তলা ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কুয়েটের আরেক শিক্ষার্থী তাওহীদুল ইসলাম (২৩) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর দ্বগ্ধ হন একই বিশ্ববিদ্যালয়ের অন্য তিন শিক্ষার্থী।

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৮/বুলবুল/ইভা