জাতীয়

হাসপাতাল ছেড়েছেন অ্যানি

নিজস্ব প্রতিবেদক : হাসপাতাল ছাড়লেন নেপালে বিমান দুর্ঘটনায় আহত আলামুন নাহার অ্যানি। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল ছাড়েন অ্যানি। গত ১৬ মার্চ অ্যানিকে কাঠমান্ডু থেকে বাংলাদেশে এনে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, অ্যানির অবস্থা ভালো। তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অ্যানি সংবাদিকদের বলেন, আমি সুস্থ আছি। তবে কোনো সমস্যা অনুভব হলে এখানে চলে আসব। গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় চার ক্রুসহ বিমানের ৭১ জনের সবাই হতাহত হন। তাদের মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশি, ৯ নেপালি, ১ মালদ্বীপের নাগরিকসহ ২০ জন আহত হন। ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় আহত অ্যানি স্বামী ও সন্তান হারিয়েছেন। রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৮/নূর/ইভা