জাতীয়

সব দপ্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে বৈশাখীবন্ধন

নিজস্ব প্রতিবেদক : দেশের সব দপ্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে বৈশাখীবন্ধন পালন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বৈশাখীবন্ধনের আয়োজন করা হয়। বৈশাখীবন্ধনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও বাঙালির অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে ধীর গতিতে। সরকারি ব্যবস্থাপনায় দেশের সব দপ্তরে বাংলা ভাষা প্রচলন করা যায়। আমাদের সম্মিলিতভাবে এ কাজ শুরু করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। সংগঠনের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে বৈশাখীবন্ধনে ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বমিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইয়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৮/মামুন খান/এসএন