জাতীয়

প্রাক্তন এমপি খুররমের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের প্রাক্তন সংসদ সদস্য খন্দকার মো. খুররমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। সংসদের স্পিকারের পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মামুনুর রশিদ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাজায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ফখরুল ইমাম, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিরা শরিক হন। এর আগে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, মো. খুররম শনিবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর। রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/আসাদ/সাইফ