জাতীয়

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন। বৃহস্পতিবার বন অধিদপ্তরে টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫ অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে বলে মন্তব্য করে বনমন্ত্রী বলেন, জাতিসংঘ আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি ধরে রাখতে হলে ২০২১ সাল পর্যন্ত উন্নয়নের সবগুলো সূচক ধরে রাখতে হবে। বনমন্ত্রী আরো বলেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য উন্নত দেশসমূহ দায়ী। ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা জলবায়ু ঝুঁকিতে আছি। কিন্তু আমাদের অর্থনীতিকে উন্নত করতে হলে অবশ্যই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে পরিবেশ রক্ষা করে। আমাদের মাটি, বায়ু ও পানিকে দূষণমুক্ত রেখে উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/আসাদ/সাইফ