জাতীয়

শেষ হয়ে গেল একটি পরিবার

মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণের পর লাগা আগুনে শেষ হয়ে গেল একটি পরিবার। আগুনে দগ্ধ সাত মাস বয়সি শিশু তামিম, মা মিনার মৃত্যুর পর চলে গেলে তামিমের বাবা মো. মানিক (৩৫)। বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মিনা মারা যান। মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটে তামিম মারা যায়। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে তখন জানানো হয়, গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ মো. মানিক (৩৫), তার স্ত্রী মিনা (২২) ও সাত মাস বয়সি শিশু সন্তান তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/বুলবুল/ইভা